নেপাল কেঁপে উঠল ৪.০ তীব্রতার ভূমিকম্পে, কম্পন অনুভূত ভারতেও
Agartala, Oct 16, 2023, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ১৬ অক্টোবর : নেপাল কেঁপে উঠল ৪.০ তীব্রতার ভূমিকম্পে। সোমবার সকাল ৯.১১ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালে, কম্পন টের পাওয়া যায় ভারতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ২৯.৮৬ অক্ষাংশ ও ৮০.৬১ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায়।
উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে ২২৭ কিলোমিটার পূর্বে, উত্তরকাশি থেকে ২৩০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে, হরিদ্বার থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে ও দেহরাদূন থেকে ২৫৩ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।