newsagartala24@gmail.com

+91 9366733938


পদক জয়ী ক্যারাটে খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন


newsagartala24.com Images

আগরতলা, May 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


পদক জয়ী ক্যারাটে খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন।।।
স্পোর্টস ফেস্টিভেল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হলো কলকাতায়। এতে ত্রিপুরা স্পোর্টস টিম ও অংশগ্রহণ করে। আসরে রাজ্যদল ছয়টি স্বর্ণপদক, চারটি রৌপ্য পদক এবং দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে। পদকজয়ীদের সোমবার প্রান্তিক ক্লাবে সংবর্ধিত করা হয়। মহতী এই উদ্যোগ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। ১০ জন ক্যারাটে খেলোয়াড়দের ইন্সুরেন্স করে দেবার ঘোষণা করলেন তিনি।