পারদের গতি ঊর্ধ্বমুখী, স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ মুখ্যমন্ত্রীর


newsagartala24.com Images

আগরতলা, Mar 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রাজ্যে পারদের উর্ধ্বগতি চলছেই ।একদিকে বৃষ্টি হীনতা এবং অপরদিকে হাই সোলার ইন্সুলেশন তথা সৌর বিকিরণ -এই দুইয়ের দাপটে গোটা রাজ্যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে ।সকালের দিকে আকাশ মুখ ভার থাকলেও স্বস্তির বৃষ্টিপাত হচ্ছে না ।

এই পরিস্থিতি অনেকের মধ্যেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ।এর মধ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ২৫-২৬ শিক্ষা বর্ষ শুরু হচ্ছে। রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলিতেই মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ভাবিয়ে তুলছে পড়ুয়াদের অভিভাবকদের ।এই অবস্থায় স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। প্রচুর পরিমাণ জল খাওয়ার জন্য পরামর্শ দেন তিনি ।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ,জল পানই এই সময়ে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ।তিনি জানান ,গত বছরও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ।স্কুল ছুটি দেওয়া হয়েছিল ।বর্তমানে গরম পড়লেও তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি ।গোটা পরিস্থিতির উপর প্রশাসন সতর্ক দৃষ্টি রেখে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।