পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় কিম জং উন


newsagartala24.com Images

Agartala, Sep 12, 2023, ওয়েব ডেস্ক থেকে


সিউল, ১২ সেপ্টেম্বর  : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাশিয়া এসে পৌঁছেছেন উত্তর কোরিয়ার স্বৈরচারি শাসক কিম জং উন ।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন। রবিবার বিকেলে রাজধানী পিয়ংইয়ং থেকে একটি বিশেষ ট্রেনে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সঙ্গে সামরিক কর্মকর্তারাও রাশিয়া পৌঁছেছেন। এই ট্রেনটি মঙ্গলবার ভোরে রাশিয়ায় প্রবেশ করেছে। মার্কিন আধিকারিকরা একটি প্রতিবেদনে দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র সহায়তা চাইতে পারেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, কিমের প্রতিনিধি দলে তার পররাষ্ট্রমন্ত্রী চো সান হুই, কোরিয়ান পিপলস আর্মি মার্শাল রি পিয়ং চোল এবং পাক জং চোন সহ শীর্ষ সামরিক আধিকারিকরা রয়েছেন। পূর্ব রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে কিম ও পুতিনের দেখা হওয়ার কথা। ২০১৯ সালেও কিমের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক একই জায়গায় হয়েছিল। কোভিড-১৯ মহামারীর পর এটাই কিমের প্রথম বিদেশ সফর।