পেচারথলে প্রাইজমানি ফুটবলে আজ ফাইনাল।


newsagartala24.com Images

আগরতলা, Aug 10, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


পেচারথলে প্রাইজমানি ফুটবলে আজ ফাইনাল।
মহারণ আজ। খেতাবি দখলরে লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে উদ্যোক্তা জম্মু এফ সি এবং ফুডন্দি এফ সি। পেচারথলের নবীনছড়ার জম্মু ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ‌নাইন-‌এ -‌সাইড ফুটবল ম্যাচে। শুক্রবার নবীনছড়া স্কুল মাঠে হবে আসরের ফাইনাল ম্যাচটি। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ব্লকের বি ডি ও সাগর দেববর্মা, প্রাক্তন বিধায়ক অনিল চাকমা,

চেয়ারম্যান সজল চাকমা প্রমুখ। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২০১০০ এবং ১০০৫০ টাকা। এছাড়া থাকছে সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা, ফাইনাল ম্যাচের সেরা এবং আসরের সেরা ফুটবলারের পুরস্কার। এদিক ফাইনাল ম্যাচ সুষ্ঠভাবে শেষ করতে সাজিয়ে তোলা হয়েছে মাঠকে। চলছে প্রচার। ফাইনাল ম্যাচ নিয়ে ফুটবল জ্বরে আক্রান্ত গোটা পেচাথল মহকুমা।