প্যারিসে লক্ষী ভান্ডারের কুইজ ফরম পূরণ করলেন বিদেশিরা ও
আগরতলা, Aug 01, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্যারিসে লক্ষী ভান্ডারের কুইজ ফরম পূরণ করলেন বিদেশিরা ও।।।
আগরতলার মেসার্স লক্ষী ভান্ডার আয়োজিত প্যারিস অলিম্পিক কুইজ ধামাকা এবার প্যারিস পর্যন্ত পৌঁছে গেল।
বুধবার প্যারিস অলিম্পিক গেমসে রাজ্যের প্রতিনিধি হয়ে উপস্থিত সুজিত রায় মেসার্স লক্ষী ভান্ডার আয়োজিত অলিম্পিক কুইজ ধামাকার আবেদন পত্র তুলে দিলেন অলিম্পিক গেমসে হাজির বিভিন্ন দেশের প্রতিনিধিদের হাতে। অনেকেই এই কুইজে অংশ গ্রহণ করে ফর্ম পূরণ করে জমা ও করেন। প্যারিস থেকে সুজিত রায় জানান, এই প্রথম অলিম্পিক কুইজ এর ফর্ম উদ্যোক্তা সংস্থার তরফে অলিম্পিক গেমসে হাজির হয়ে মানুষের হাতে তুলে দেয়া হলো। আগামী ৬ আগস্ট এই অলিম্পিক কুইজ এর ফর্ম জমা দেওয়ার শেষ দিন।