প্রায় দু বছরের অধিক সময় ধরে রাজ্যে একপ্রকার বন্ধ হয়ে পড়ে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।


newsagartala24.com Images

আগরতলা, Dec 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


প্রায় দু বছরের অধিক সময় ধরে রাজ্যে একপ্রকার বন্ধ হয়ে পড়ে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। প্রত্যন্ত এবং পাহাড়ি এলাকাগুলোতে এমনও অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক স্বল্পতার দরুন পঠন-পাঠন লাটে উঠেছে এক কথায় বন্ধের পথে বেশ কিছু বিদ্যালয়। আর সেই জনতা কাটিয়ে তুলতে প্রয়োজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ অথচ সে প্রক্রিয়ায় দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে রয়েছে রাজ্যে। বিভিন্ন জটিলতা এবং সমস্যা দেখিয়ে দপ্তর আপাতত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে রাজ্যে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাথমিক এবং উচ্চকক্ষের জন্য নিয়োগ করা হবে শিক্ষক। আর এই ঘোষণা সামনে আসতেই এবার গোটা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো বি এড এবং ডি এল এড পড়ুয়া ছাত্রছাত্রীরা। মূলত তাদের দাবি ২ বছরের অধিক সময় ধরে কোন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না শিক্ষকদের। যার ফলে বিদ্যালয়ের ঘূর্ণিতে ব্যাহত হচ্ছে ছাত্র-ছাত্রীদের গঠন পাঠন একই সাথে রাজ্যে বহু যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। তাই তাদের দাবি অবিলম্বে যেন সরকার এই বিষয়টি খতিয়ে দেখে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করে গোটা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে। আগরতলায় মূলত শিক্ষাববনের সামনে এই বিক্ষোভে এদিন ব্যাপক সংখ্যায় চাকরিপ্রার্থীদের সমবেত হতে পরিলক্ষিত হয় একই সাথে তাদের পক্ষ থেকে আওয়াজ তোলা হয় যদি অবিলম্বে প্রক্রিয়া শুরু না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে চাকরিপ্রার্থীরা।