প্রেসক্লাবের দাবায় এবারও টানা ১২ বছর ধরে চ্যাম্পিয়ন  কিরীটি দত্ত


newsagartala24.com Images

আগরতলা, Feb 23, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


প্রেসক্লাবের দাবায় এবারও টানা ১২ বছর ধরে চ্যাম্পিয়ন  কিরীটি দত্ত।।।
 এবারও মিডিয়া দাবা তথা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের দাবা প্রতিযোগিতায় টানা ১২ বছর  কিরীটি দত্ত চ্যাম্পিয়ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সঞ্জয় শ্যাম পেয়েছে রানার্স খেতাব। তৃতীয় স্থান পেয়েছে কিংকর শীল। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-২৪ এর সপ্তম পর্যায়ে আজ, শুক্রবার প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে তেমন কোন আড়ম্বর ছিল না। জাগরণ পত্রিকার সম্পাদক তথা আগরতলা প্রেসক্লাবের প্রবীন সদস্য পরিতোষ বিশ্বাসের প্রয়াণে টুর্নামেন্ট শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিযোগিতা চলাকালীন প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, যুগ্ম-সচিব তথা স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে প্রমুখ  খেলোয়ারদের শুভেচ্ছা জানান। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর তথা  সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। এবারও টুর্নামেন্ট আয়োজনে মেট্রিক্স চেস একাডেমির সৌজন্য অনস্বীকার্য। স্পোর্টস কমিটি তথা প্রেস ক্লাবের পক্ষ থেকে ম্যাট্রিক্স চেস একাডেমি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।