ফেসবুক লাইভে এসে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা অভিষেকের


newsagartala24.com Images

Agartala, Sep 30, 2023, ওয়েব ডেস্ক থেকে


কলকাতা, ৩০ সেপ্টেম্বর : ফেসবুক লাইভে এসে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধির ‘স্ট্যাটেজি’ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তথ্য-পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

এদিনের ফেসবুক লাইভে এসে অভিষেক বলেন, ‘বাংলার প্রাপ্য আদায়ের জন্য তৃণমূলের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলার মানুষের দাবি আদায়ের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষকে কথা দিলে তার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বাংলার মানুষকে বলব দৃঢ় মনোভাব রাখুন…

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘২ ও ৩ অক্টোবর আন্দোলন হবেই। কারও ক্ষমতা থাকলে আটকে দেখাক। দিল্লিতে যদি বাংলার একটা মানুষের গায়ে হাত পড়ে, শ্রমিক-কৃষকদের উপর যদি আঁচড়ও পড়ে, তার জবাব কী ভাবে দিতে হয় দেখেবেন। মানুষ এর জবাব দেবেন। তৃণমূলকে দুর্বল ভেবে লাভ নেই। তৃণমূলকে আঘাত করলে তা আরও বাড়বে। বাংলার প্রাপ্য টাকা আমরা আদায় করে ছাড়ব।’