ফ্রান্সের ভোটে উগ্র দক্ষিণপন্থীরা এগিয়ে, প্রেসিডেন্ট মাকরঁর জোট তৃতীয়! বামেরা দু’নম্বরে


newsagartala24.com Images

Agartala, Jul 01, 2024, ওয়েব ডেস্ক থেকে


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বার ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা দখল করার সম্ভাবনা উগ্র দক্ষিণপন্থীদের। প্রথম দফার ভোটে কট্টরপন্থী নেত্রী মারিন ল্য পেনের ন্যাশনাল র‌্যালি সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এগিয়ে গিয়েছে। ধরাশায়ী হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট। তারা রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামপন্থী দলগুলোর জোট ‘নিউ পপুলার ফ্রন্ট’।

রবিবার ফ্রান্সের জাতীয় নির্বাচনের প্রথম দফায় মূল ভূখণ্ডে ভোটগ্রহণ হয়েছিল। তার ফল বলছে, ৩৩ শতাংশের বেশি ভোট পেয়ে ন্যাশনাল র‌্যালি প্রথম স্থানে গিয়েছে। কট্টর অভিবাসন বিরোধী নীতিকে সামনে রেখে ভোটে লড়েছিল তারা। বামপন্থী দলগুলির জোট পেয়েছে ২৮ শতাংশ ভোট। অন্য দিকে, প্রেসিডেন্ট মাকরঁ এবং বর্তমান ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের নেতৃত্বে এনসেম্বল জোট ২১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।