বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট : দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে বাংলাদেশ


newsagartala24.com Images

Agartala, Mar 23, 2024, ওয়েব ডেস্ক থেকে


ঢাকা, ২৩ মার্চ : দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ১১৩ রানে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবুও দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে বাংলাদেশ। কারণ শ্রীলঙ্কা প্রথম ইনিংসের ২৮০ রানের জবাবে শনিবার প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৮৮ রান। এরফলে ২১১ রানের লিড নিয়েছে সফরকারী দল। তাঁদের হাতে এখন রয়েছে ৫ টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের প্রথম ২টি উইকেটই নেন নাহিদ রানা। নিশান মদুশাঙ্কা ও কুশাল মেন্ডিসকে আউট করেন। এরপর ২৮ রানের জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিমুথ করুনারত্নে। ম্যাথুসকে ২২ রানে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। শূন্য রানে দিনেশ চান্দিমালকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। হাফ সেঞ্চুরির পর শরিফুল ইসলামের বলে করুনারত্নে ৫২ রান করে আউট হন। এরপর দিনের শেষে ধনাঞ্জয়া ডি সিলভা (২৩) ও বিশ্ব ফার্নান্দোর(২)অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরে যান।