বায়ুদূষণ থেকে নিস্তার নেই; দিল্লির বাতাসের গুণমান খারাপ


newsagartala24.com Images

Agartala, Dec 07, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : বায়ুদূষণ থেকে এখনও নিস্তার পেল না জাতীয় রাজধানী। বৃহস্পতিবার সকালেও দিল্লির বাতাসের গুণমান থাকল খুব খারাপের পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যে। এদিকে, রাজধানী দিল্লিতে পারদ নামল অনেকটাই। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালের দিকে ধোঁয়াশা ও দূষণের কারণে অস্বস্তি বোধ করেছেন দিল্লিবাসী। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৩৪৮, অশোক বিহারে ৩২৩, দ্বারকা সেক্টর ৮-এ ৩০১, আইটিও-তে ৩১৩ ও জাহাঙ্গীরপুরীতে ৩৩৮। প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ব্যক্তি এদিন বলেছেন, “দূষণের মাত্রা এখন অনেক বেশি বলে মনে হচ্ছে। শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, দৃশ্যমানতা প্রভাবিত হচ্ছে এবং মাঝে মাঝে মাথাব্যথাও হয়।”