বিবেকানন্দ ক্লাবের জার্সি স্পন্সর করলো লংতরাই গুঁড়ো মশলা‌।


newsagartala24.com Images

আগরতলা, Jun 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


বিবেকানন্দ ক্লাবের জার্সি স্পন্সর
করলো লংতরাই গুঁড়ো মশলা‌।।।।
সরোজ সংঘের পর এবার বিবেকানন্দ ক্লাবের পাশে দাঁড়ালো রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান লংতরাই গুঁড়ো মশলা। বৃহস্পতিবার আগরতলা প্রেস  ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভাটি অভয়নগর স্থিত ওই ক্লাবের কর্তাদের হাতে জার্সি তুলে দেন লংতরাই গুঁড়ো মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিনিয়তই সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে জড়িত থাকে ওই প্রতিষ্ঠান। জার্সি স্পন্সর করে সুব্রত বাবু বলেন, বিশ্বাস করি বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা ওই ক্লাবের ঐতিহ্য বজায় রাখবে। এবং রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেবে। তবে তবে ফুটবলারদের কাছে অনুরোধ থাকবে মাঠে শৃঙ্খলা যাতে বজায় থাকে। দীর্ঘ বছর পর এবছর অনেকটা ভালো দল করেছে বিবেকানন্দ ক্লাব। সিনিয়র এবং জুনিয়র ফুটবলারদের সমৃদ্ধে। দলে সিনিয়র ফুটবলারদের মধ্যে রয়েছেন সুমন কুমার দেব এবং পল্টু চৌধুরি। দলকে প্রশিক্ষণ দিচ্ছেন একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার কর্ণেন্দু দেববর্মা। কোচ বিশ্বাস করেন, মরশুমে ভালো খেলবেই দলীয় ফুটবলাররা। একই বিশ্বাস ক্লাব কর্তাদেরো। শুক্রবার অভিযান শুরু করবে বিবেকানন্দ ক্লাব। প্রতিপক্ষ উমাকান্ত কোচিং সেন্টার। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুপুর একটাই শুরু হবে ম্যাচটি।