বিস্ময় বালিকা আর্শিয়ার পাশে ভারত ফার্মাসিটিক্যাল টেকনোলজি।।

আগরতলা, Mar 27, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
স্বপ্ন পূরণে বিস্ময় বালিকা আর্শিয়া দাসের পাশে দাঁড়ালো ভারত ফার্মাসিটিক্যাল টেকনোলজি। তিনটি গ্র্যান্ড মাস্টার আসরে খেলার জন্য ওই সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। বুধবার আমতলীস্থিত ভারত ফার্মাসিটিক্যাল টেকনোলজির অফিস বাড়িতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্শিয়ার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন ওই সংস্থার কর্তারা। উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ শুভাশিস দেবনাথ, প্রফেসর শান্তনু মল্লিক প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও আর্শিয়াকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ওই সংস্থার ডিরেক্টর রাহুল দেবনাথ এবং চেয়ারম্যান ড. অঞ্জলি দেবনাথ। ২০ থেকে ২৮ এপ্রিল পুনেতে গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ওই আসরে অংশ নেবে পূর্বোত্তরে দ্বিতীয় এবং প্রথম মহিলা ফি-ডে মাস্টার দাবাড়ু আর্শিয়া দাস। এর পরেই মে মাসে ইউনাইটেড আরব এমিউরেটিসে অনুষ্ঠিতব্য এশিয়ান কন্টিনেন্টাল দাবা আসরে এবং এরপর শারজায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় অংশ নেবে হোলিক্রশ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আর্শিয়া। ওই তিনটি আসরে অংশগ্রহণের লক্ষ্যে এদিন দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয় আর্শিয়ার হাতে।
অঞ্জলী হেল্থ, এডুকেশনাল ও চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ওই সহযোগিতা করা হয়েছে। আর্শিয়ার এখন প্রথম স্বপ্ন আন্তর্জাতিক মাস্টার হওয়া। যে গতিতে এগিয়ে চলছে পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি তাতে আগামী এক বছরের মধ্যেই স্বপ্ন পূরণ হবে এমনই আশায় বুক বেঁধেছেন রাজ্যের দাবাপ্রেমীরা। বর্তমানে ২১১৬ রেটিং আর্শিয়ার। আগামী মাসের শুরুতেই রেটিং বেড়ে হয়ে যাবে ২১৭০। দরকার আরও ৩০ রেটিং বাড়ানো। পাশাপাশি তিনটি ইন্টারন্যাশনাল মাস্টারের নর্ম পাওয়া। সেই স্বপ্নপূরণ হবেই বিশ্বাস করে মেট্রিক্স চেস একাডেমির দাবাড়ূ তথা গোল্ডেন গার্ল আর্শিয়া। স্বপ্ন পূরণের জন্য ভারত ফার্মাসিটিক্যাল টেকনোলজি এগিয়ে আসায় ওই সংস্থার কর্তাদের অভিনন্দন জানিয়েছেন আর্শিয়ার পরিবারের পক্ষ থেকে। আর্শিয়ার বাবা বিশ্বাস করেন, এভাবে যদি বিভিন্ন সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমার মেয়ের স্বপ্ন অচিরেই পূর্ণ হবে। খুশি আর্শিয়াও। দুপুরের বিমানে রাজ্য ছাড়ার আগে আর্শিয়া বলে, আমার মনোবল আরও বাড়িয়ে দিলো ওই সংস্থার কর্তারা। চেষ্টা করবো আমার স্বপ্ন পূরণ করে ওই সংস্থার কর্তাদের মুখ আরও উজ্জ্বল করতে। ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ে হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। গ্র্যান্ডমাস্টারদের নিয়ে হবে ওই শিবির। ওই শিবিরে অংশ নিতেই বুধবার দুপুরের বিমানে চেন্নাই গেলো দেশের গর্ব ওই দাবাড়ুটি। প্রসঙ্গত: ওই সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যক্ষ রবীন্দ্র দেবনাথ একজন ক্রীড়া প্রেমিক ছিলেন।