ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক


newsagartala24.com Images

আগরতলা, Aug 16, 2023, ওয়েব ডেস্ক থেকে


ভারত যে ‘বন্ধু’ রাশিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায়   ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই ক্ষেপণাস্ত্র নিয়ে নিত্যনতুন পরীক্ষা নিরীক্ষা চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে প্রতিনিয়ত বদলাচ্ছে আন্তর্জাতিক সমীকরণ।  আমেরিকা চাইছে রাশিয়ার পাশ থেকে ভারতকে সরিয়ে আনতে। 

মস্কোয় আয়োজিত হচ্ছে ‘আন্তর্জাতিক সেনা টেকনিক্যাল ফোরাম’। সেখানে অবস্থিত ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কাপুর। রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মানতুরভ ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মস্কোয় ব্রহ্মস এরোস্পেসের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ব্রহ্মস (Brahmos) ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে।