ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর ২৪তম সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন


newsagartala24.com Images

আগরতলা, Mar 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 আগামী ২রা এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর ২৪তম সর্ব ভারতীয় রাজ্য সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর পর্যালোচনা হবে বলে জানিয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

তিনি জানান, এই সম্মেলনে ত্রিপুরা থেকে ৪৮ জন প্রতিনিধি ও দর্শক হিসেবে যোগ দেবেন। ইতিমধ্যেই গতকাল এবং আজ সিপিআইএম দলের নেতৃত্বরা মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্মেলন পার্টির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের সম্মেলনে দলের অভ্যন্তরীণ কৌশলগত পরিকল্পনা ও আগামী দিনের আন্দোলন কেমন হবে, সে বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।