ভূমিধসে ১৮ জন নিহত হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া
আগরতলা, Jan 13, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমে। আহত প্রায় ৩০ জন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ
চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, কয়েকটি ভূমিধসের ঘটনায় মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তাবলেন, রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে ‘অনেক মানুষ’ তাঁদের যানবাহন ফেলে ‘একটি বাড়িতে আশ্রয় নেন’। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তাঁরা চাপা পড়েন। যত দূর জানা গেছে, ১৮ বা এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট ফ্রানসিয়া মারকুইজ এক্সে জানিয়েছেন, দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।