ভয়াবহ দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১২ চিলিতে
আগরতলা, Feb 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
ভয়াবহ দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১২ চিলিতে । 100 মানুষ নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দক্ষিণ আমেরিকার চিলির ভালপারাইসো অঞ্চলে শুক্রবার দাবানল শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে হেলিকপ্টারসহ নানাভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চলছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।
দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’।
ভালপারাইসোর জাতীয় বনায়ন কর্পোরেশনের পরিচালক লিওনার্দো জানান, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাতাসের এ গতি আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে।
সূত্র : রয়টার্স, বিবিসি