মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত, তার উপর করের বোঝা, আগুন জ্বলল সংসদে!


newsagartala24.com Images

Agartala, Jun 26, 2024, ওয়েব ডেস্ক থেকে


নাইরোবি: মূল্যবৃদ্ধি চরমে। বেড়েই চলেছে বেকারত্ব। খাঁড়ার ঘা মেরেছে প্রাকৃতিক দুর্যোগও। টিকে থাকার লড়াইয়ে জর্জরিত জনতার উপর আবার করের অতিরিক্ত বোঝা চাপিয়েছে সরকার। বারুদ মজুদই ছিল, মঙ্গলবার (২৫ জুন), ক্ষোভের আগুনে জ্বলে উঠল আফ্রিকার দেশ কেনিয়া। সম্প্রতি সেই দেশে রুটির উপর ১৬ শতাংশ মোটর গাড়ির উপর ২.৫ শতাংশ কর আরোপ করেছে। প্রধান খাদ্য রুটির এই অস্বাভাবিক দাম বাড়ানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন বিপুল সংখ্যক মানুষ। এদিন, এই বিক্ষোভ রাস্তা থেকে পৌঁছে গেল সংসদে। বিক্ষোভকারীদের একটি বড় দল দেশের সংসদে ঢুকে, আগুন ধরিয়ে দিলেন তার একাংশে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি-ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে দিতে সংসদ ভবনে প্রবেশ করে য়ে সংসদের একটি অংশে আগুন ধরিয়ে দিচ্ছেন। প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের অতর্কিত হামলায় বিভ্রান্ত হয়ে পড়েছিল পুলিশ। সংসদের ভিতর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করাত চেষ্টা করে পুলিশ। কিন্তু তাতে কাজ হয়নি। এরপরই পুলিশ প্রতিবাদী জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। রাজধানী নাইরোবি-সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। তারা বলেছে, “আমরা সংসদ বন্ধ করে দিতে চাই। প্রত্যেক সাংসদের পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার চাই।”