মোদী জী'র দিশায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে গোটা রাজ্য, আধুনিকতার ছোঁয়ায় পিছিয়ে নেই মজলিশপুর


newsagartala24.com Images

আগরতলা, Mar 24, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


মোদীজী'র দিশায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে গোটা রাজ্য, আধুনিকতার ছোঁয়ায় পিছিয়ে নেই মজলিশপুর.... 

রাজ্যের পর্যটন শিল্প কে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরো আকর্ষণীয় করতে জিরানীয়ার শচীন্দ্রনগর কলোণীতে  প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক। কেন্দ্রীয় সরকারের 'স্বদেশ দর্শন ২.০ ' প্রকল্পে এই পার্ক নির্মাণের অনুমোদন পাওয়ার পর দ্রুত গতীতে কাজ শুরু করার লক্ষ্যমাত্রা কে সামনে রেখে আজ কলকাতা নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজীব কৌল জী, সভাপতি শ্রী রাহুল মিত্র ও শ্রী অরুপ গোস্বামী এবং পর্যটন দপ্তরের সচিব শ্রী উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকগণ ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে গোটা এলাকাটি পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 তিনি আশা প্রকাশ করে বলেন, এই পার্ক নির্মাণে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অপরদিকে জীবনযাত্রার মান উন্নত হবে, এতে উপকৃত হবে এই এলাকার জনগণেরা ।