যুবাদের ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার- জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, Apr 09, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার। বুধবার দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে এমনটাই অভিযোগ করেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর কথায়, ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে। রাজ্যে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি মিলে যুবাদের বন্ধক দেওয়ার মতো অবস্থা। শুধু যুবাদের ধ্বংস করে দেওয়াই নয়। তারা রাজ্যের যুবাদের নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে। এই যুবাদের সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাম যুব সংগঠন। তারই অঙ্গ হিসেবে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই বর্ধিত অধিবেশনের আয়োজন।
বাইট= 4 থেকে 1.39
এদিনের এই অধিবেশন গোটা রাজ্য থেকে উপজাতি যুব ফেডারেশনের যুব নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাম ছাত্র যুবাদের অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা।