রাজ্যে তৃতীয়বারের মতো যুব উৎসব হেরিটেজ ফেস্ট 2024!


newsagartala24.com Images

আগরতলা, Nov 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রাজ্যে তৃতীয়বারের মতো যুব উৎসব হেরিটেজ ফেস্ট 2024! 

রাজ্যের অন্যতম সামাজিক সংগঠন যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আগামী ২১শে নভেম্বর থেকে ২৭ নভেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে তৃতীয়বারের মতো যুব উৎসব হেরিটেজ ফেস্ট। এ বছর এই উৎসবের সহযোগী হিসেবে যুব বিকাশ কেন্দ্রের সাথে জড়িত হয়েছেন বাজাজ ফাউন্ডেশন এবং বিশ্ব যুবক কেন্দ্র। 

রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতিক দপ্তরের আন্তরিক তত্ত্বাবধানে যুবক বিকাশ কেন্দ্র এ বছর এই উৎসবকে একটি অন্যতম মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। 

জানা গেছে ভারতের ২৬ টি রাজ্য থেকে যুবক-যুবতীরা এ উৎসবে ভাগ নেওয়ার জন্য আগামীকাল সন্ধ্যার মধ্যে আগরতলা এসে পৌঁছবেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও এই অনুষ্ঠানে ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়েরা আসছেন। 

একুশে নভেম্বর সন্ধ্যা ছয় ঘটিকায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহায্যের হাত ধরে এই উৎসবের শুভ সূচনা হতে যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিশ্ব যুব কেন্দ্রের CEO উদয় শঙ্কর সিং এবং যুব বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মন্ডলীর সভাপতি তপন লোধ।

এ উৎসবের মাধ্যমে একদিকে যেরকম ছেলেমেয়েদেরকে দেশাত্ববোধের 

প্রতি প্রচ্ছায়িত করা হয় অন্যদিকে রাজ্যের সহ সহায়ক দলের বোনেদের জন্য আয়োজন করা হচ্ছে একটি সুন্দর এক্সিবিনের। যার মাধ্যমে তাদের অর্থনৈতিক বিকাশ হবে বলে আশাবাদী যুব বিকাশ কেন্দ্র। 

আজকের এই সাংবাদিক বার্তায় উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার, সহ-সভাপতি পাঞ্চালি দেববর্মা, অর্গানাইজিং সেক্রেটারি পিঙ্কু দাস, সেক্রেটারি প্রতিমা দেববর্মা,  লিগেল এডভাইজার অঞ্জন দেবনাথ সহ অন্যান্য কর্মীবৃন্দরা। আগরতলা প্রেসক্লাবের এই সাংবাদিক সম্মেলনে যুব বিকাশ কেন্দ্র পরিবারের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের নাগরিককে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।