রাশিয়ার থেকে অস্ত্র কেনায় আগ্রহী উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান


newsagartala24.com Images

আগরতলা, Sep 18, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের। রুশ সফরে গিয়ে কিম রাশিয়ার বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র খতিয়ে দেখেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান। যুদ্ধাস্ত্র কেনাবেচার বিষয়ে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে তাঁদের।

দুই দেশের এই বন্ধুত্বের জেরে উদ্বেগ বাড়ছে আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর।  অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের আদানপ্রদান নিয়ে শোইগুর সঙ্গে আলোচনা করেছেন কিম। রাশিয়ার থেকে অস্ত্র কেনায় আগ্রহী উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কিম বিভিন্ন যুদ্ধাস্ত্র খতিয়ে দেখেন। যার মধ্যে অন্যতম পরমাণু বোমা বহনে সক্ষম বোমারু বিমান।

ইউক্রেন যুদ্ধে মস্কো এই অত্যাধুনিক বিমান ব্যবহার করছে। এছাড়াও রয়েছে হাইপারসনিক মিসাইল। জানা গিয়েছে, কিমের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে বিশেষ উপহার দিয়েছেন শোইগু। ফলে দুদেশের মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে অস্ত্রচুক্তির সম্ভবনা।