লন্ডনে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পুলিশ।


newsagartala24.com Images

আগরতলা, Sep 26, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা মামলার প্রতিবাদে লন্ডনে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পুলিশ। অভিনব এ প্রতিবাদে সশস্ত্র ডিউটিতে যাচ্ছেন না একশরও বেশি পুলিশ। 

লন্ডনে পুলিশ সদস্যদের এই সিদ্ধান্তের পরই রোববার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে তাদের গ্রেফতার ক্ষমতা দেওয়া হয়নি। বর্তমানে তাদের স্ট্যান্ড বাই অবস্থায় রাখা হয়েছে। 

সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডন মেট পুলিশের কিছু কর্মকর্তা ডেইলি মেইলকে জানিয়েছেন, পুরো ব্রিটেনজুড়েই ছড়িয়ে পড়তে পারে এ বিক্ষোভ। শহরের নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে আর্মড পুলিশ নামানো হয়েছে। 

লন্ডনের বেশ কিছু স্থানে এদিন আর্মড পুলিশের ছোট ছোট দল দেখা গেছে। বিবিসি, গার্ডিয়ান।

পুলিশ সদস্যদের এ সিদ্ধান্তের পর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রেভারম্যান বলেছেন, ‘পুলিশ সদস্যদের সেকেন্ডের ভগ্নাংশের মতো কম সময়ে সিদ্ধান্ত নিতে হয়।’ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রথমে বেশ কয়েকজন সদস্য সশস্ত্র ডিউটিতে যোগ দিতে অস্বীকার করেন। তারপর এ সংখ্যাটা ক্রমেই বাড়ছে। 

তিনি আরও জানান, পুলিশ সদস্যরা উদ্বিগ্ন। তারা দেখতে চান কীভাবে এ সিদ্ধান্ত তাদের ও তাদের পরিবারের ওপর প্রভাব ফেলবে। তারা অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত নিয়ে এ রকম পরিস্থিতি তৈরি হওয়ায় তারা রীতিমতো উদ্বিগ্ন। 

প্রতিবাদরত মেট্রোপলিটন পুলিশের বক্তব্য, যেহেতু তাদের সহকর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, তাই অস্ত্রসহ ডিউটিতে তারা যোগ দেবেন না।