লাদাখ থেকে ভারত মহাসাগর কাঁপল ভূমিকম্পে, জোরালো অভিঘাত শ্রীলঙ্কায়


newsagartala24.com Images

Agartala, Nov 14, 2023, ওয়েব ডেস্ক থেকে


কলম্বো: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বো-সহ শ্রীলঙ্কার বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে শ্রীলঙ্কার ৮০০ কিলোমিটার দক্ষিণপূর্বে, ভারত মহাসাগরের নীচে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভারতের সিসমোলজিক্যাল সেন্টার। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের অভিকেন্দ্র। সিসমোলজিক্যাল সেন্টার আরও জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওযা যায়নি। শ্রীলঙ্কার জিওলজিক্যাল সার্ভে অ্যান্ড মাইনস ব্যুরো জানিয়েছে, এই ভূমিকম্প থেকে তাদের দেশে ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে, জোরালো কম্পনের জেরে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলম্বোয় বহুতল থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় বাসিন্দাদের। সমুদ্রের তলে ভূমিকম্প হলেও, এখনও পর্যন্ত কোথাও কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে, এদিন দুপুর ১টা বেজে ৮ মিনিটে ৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ উপত্যকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, লাদাখের কার্গিল সেক্টরের ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্পের উৎস ছিল। মাটি থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির অভিকেন্দ্র।

সোমবার সন্ধ্যায় তাজিকিস্তানে একটি ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সোমবার বিকেল ৫টা বেজে ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছিল। মাটি থেকে ১৯৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির অভিকেন্দ্র।