সড়ক সুরক্ষায় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে -বিপ্লব কুমার দেব


newsagartala24.com Images

আগরতলা, Apr 16, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এক শ্রেণীর জনগণের নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালানো ,বেআইনি স্থানে পার্কিং করা এইসব কারণেই যান সন্ত্রাস হয় ।এতে বলি হন সাধারন মানুষ। আহতও হন সাধারন মানুষ। যান সন্ত্রাস রুখতে মেম্বার অফ পার্লামেন্টস রোড সেফটি কমিটির বৈঠক বুধবার রাজ্য অতিথি শালা সোনার তরীতে অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার অধীন এই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব ।এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকগণ ।এদিন মেয়র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান। প্রায় এক ঘন্টা বিশ মিনিট এই বৈঠক স্থায়ী হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ,সড়ক নিরাপত্তায় যুব সমাজ বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে। তিনি চান যান সন্ত্রাস কমিয়ে আনার লক্ষ্যে একাদশ ,দ্বাদশ থেকে শুরু করে university পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ও যুব সম্প্রদায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে আসুন ।তার মতে ,যুব সমাজের অধিকাংশই বহইরাজ্যে গেছেন ।সেখানে কিভাবে রোড সেফটির বিষয়টি পালন করা হয় সে সম্পর্কে তাদের ধারণা রয়েছে। এই যুব সমাজকেই সড়ক সুরক্ষা ক্ষেত্রে মাঠে নামার আহ্বান জানান সাংসদ বিপ্লব কুমার দেব ।

বৈঠকে বক্তব্য রাখেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই বৈঠকে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
সেফটির বিষয়টি পালন করা হয় সে সম্পর্কে তাদের ধারণা রয়েছে। এই যুব সমাজকেই সড়ক সুরক্ষা ক্ষেত্রে মাঠে নামার আহ্বান জানান সাংসদ বিপ্লব কুমার দেব  বৈঠকে বক্তব্য রাখেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই বৈঠকে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।