সিএএ চালু হওয়ায় দুর্গাপুর ধোবিঘাটে বিজেপির উদ্বাস্তু সেলের বিজয় মিছিল


newsagartala24.com Images

দুর্গাপুর, Mar 13, 2024, ওয়েব ডেস্ক থেকে


দুর্গাপুর, ১৩ মার্চ : ভোটের মুখে সিএএ লাগু হওয়ায় উদ্বাস্তু তকমা মুছলো। আর ওই খুশিতে দুর্গাপুর ধোবিঘাটে বিজয় মিছিল করল বিজেপির উদ্বাস্তু সেল।

সিএএ প্রসঙ্গে মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সদস্য সদানন্দ বৈরাগী বলেন,” এটা আমাদের দরকার। এটা সুষ্ঠভাবে যেন হয়। এই নাগরিকত্বের দাবিতে একদিন আন্দোলন শুরু হয়েছিল। সরকার সেই দাবি মেনে যখন করছে, সেটা শুনতে হবে।” তবে মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি জগদীশ গোঁসাই বলেন,” অখন্ড ভারতবর্ষে আমাদের জন্ম। সবার পক্ষে তাদের পিতা-মাতার জন্ম সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। তাই আমাদের দাবি নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। অনলাইনে ফর্ম ফিলাপ কেন করতে হবে? ভোটের সার্থে আমাদের ব্যবহার করছে। পুর্ববঙ্গ থেকে কত নাগরিক উদ্বাস্তু এসেছে তার পরিসংখ্যান সরকারের কাছে আছে। নাগরিকত্ব দেওয়ার থাকলে, পঞ্চায়েতের মাধ্যমে তাদের নাগরিকত্ব কার্ড পৌঁছে দিক।” এদিকে বিজেপির উদ্বাস্তু সেলের রাজ্য কো- কনভেনার কৃষ্ণ মাল বলেন,” সিএএ লাগু হওয়ায়, উদ্বাস্তু কারগার থেকে মুক্তি মিলল। তাই আমরা খুশি। আর এই সিএএ লাগুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”