হোয়াইট হাউস কমপ্লেক্সে গেটে ধাক্কা মারল ‘সন্দেহজনক’ গাড়ি, চালক পাকড়াও


newsagartala24.com Images

Agartala, Jan 09, 2024, ওয়েব ডেস্ক থেকে


ওয়াশিংটন, ৯ জানুয়ারি : আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছ থেকে সোমবার একটি গাড়ির চালককে পাকড়াও করা হয়েছে। আমেরিকার সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের ফটকে গাড়ি তুলে দেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা আধিকারিকরা।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্স-এ জানান, গতকাল সন্ধ্যা ছ’টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্রের কথায় ধারণা করা হচ্ছে, ঘটনাটি হোয়াইট হাউস কমপ্লেক্সের উত্তর-পূর্ব দিকে ঘটেছে। ঘটনাস্থল থেকে পরে গাড়িটিকে সরিয়ে নেয় ওয়াশিংটন পুলিশ। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, ‘গাড়ি চালককে হেফাজতে রাখা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।’