৭ বছরে এখন পর্যন্ত ১৭ হাজার ৫৫৪টি শূন্য পূরণ করা হয়েছে -অর্থমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Apr 01, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


মঙ্গলবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পুরন সংক্রান্ত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশ উত্থাপন করেন। এর জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান ,নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট ৩১ হাজার ৫৬টি শুন্য পদ সৃষ্টি হয়েছে ।সরকার গত সাত বছরে ১৭ হাজার ৫৫৪টি শুন্যপদ পূরণ করেছে ।অর্থমন্ত্রী আরও জানান ,রাজ্য সরকার শূন্য পদ  পূরণে আন্তরিক। তিনি জানান বেতন ভাতার পার্থক্য থাকায় স্যালারিতে তারতম্য হয় ।তিনি আরো জানান, সরকার ডাই ইন হার্নেসে ১৫৪০ জনকে চাকরি প্রদান করেছে ।এছাড়া আরো ১২ হাজার ৩৩৮টি শূন্য পদ পুরনের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর।তিনি জানান ,স্বচ্ছ ভাবে চাকুরি দেওয়া হচ্ছে। তাই চাকরি প্রদানে কিছুটা সময় লেগে যাচ্ছে ।তবে চাকরির প্রদানের ক্ষেত্রে সময় যেন আরো কম লাগে সেই চেষ্টা চলছে।
এদিন মন্ত্রীর প্রদান করা তথ্যের উপর পয়েন্ট অফ ক্লারিফিকেশন এনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, ১৯৭২ সালে পূর্ণ রাজ্য গঠিত হয় ।সেই থেকে এখন পর্যন্ত টিপিএসসি এবং টিসিএসের মাধ্যমে মাত্র 18 টি ব্যাচের চাকরি হয়েছে। বিধায়ক আরো জানান ,রাজ্য সরকার সময়মতো শুন্যপথ পূরণ না করায় স্যালারি এক্সপেন্ডিচারে প্রায় ৭০০ কোটি টাকা কম খরচ হয়েছে।