আসর থেকে মোট ৩ টি স্বর্ণ সহ ১১ টি পদক জয় করেছে ত্রিপুরা।
আগরতলা, Aug 07, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
দিল্লিতে আন্তর্জাতিক ওপেন ক্যারাটে টুর্নামেন্টে ত্রিপুরার দারুন সাফল্য। শেষ দিনে আসলো আরও ৩ টি পদক। সিনিয়র বিভাগে। ৩ টি পদকের মধ্যে দুটি স্বর্ণ।
আসর থেকে মোট ৩ টি স্বর্ণ সহ ১১ টি পদক জয় করেছে ত্রিপুরা। এরমধ্যে ৩ টি স্বর্ণ পদক। এককথায় দুরন্ত সাফল্য। দেশের রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা। রবিবার তালকোটরা স্টেডিয়ামে শুরু হয় সিনিয়র বিভাগের আসর।
তাতে যোগেন্দ্র মারাক এবং সুব্রত শর্মা দুরন্ত লড়াই করে রাজ্যের জন।
স্বর্ণ পদক জয় করেন। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেন প্রীয়া দেবনাথ। আসরের প্রথম দু-দিন সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগের খেলা হয়েছিলো। তাতে ত্রিপুরার ৯ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জন পদক জয় করেছিলো। ত্রিপুরাকে প্রথম স্বর্ণপদকটি এনে দিয়েছিলো হৃদয় মারাক। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেছিলো শাঙ্কি কর্মকার,অক্ষিতা মজুমদার,অভিপ্সা নাথ,উদয় দে,বিপ্রজিৎ সাহা,সুহানা ঘোষ এবং শুভ্রজিৎ সিনহা। সোমবার দুপুরের বিমানে রাজ্যে ফিরছেন খেলোয়াড়রা। কোচ কৃষ্ণ সূত্রধর জানিয়েছে বিমানবন্দরে। দিল্লিতে আন্তর্জাতিক ওপেন ক্যারাটে টুর্নামেন্টে ত্রিপুরার দারুন সাফল্য