ওয়াকফ বিল পাশের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, Apr 04, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
গত 2 এপ্রিল লোকসভায় ওয়াকফ বিল উত্থাপন করা হয় । দীর্ঘ চর্চার পর এই বিলটি লোকসভায় পাশ হয়। গতকাল অর্থাৎ ৩ এপ্রিল এই বিলটি উচ্চকক্ষ তথা রাজ্যসভায় পেশ করা হয়। রাজ্য সভাতেও দীর্ঘ আলোচনার পর এই বিলটি পাস হয়। ওয়াকফ বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।সাংসদ জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত ও সমাজের প্রতিটি অংশের জনগণের কথা চিন্তা করেন। এই বিল পাস হওয়ার ফলে গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। যারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন তাদের প্রতিও ন্যায় বিচার পাওয়ার রাস্তা হয়েছে এই বিল পাসের মাধ্যমে ।এই বিল পাশের জন্য ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান রাজ্যের রাজ্য সভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
প্রসঙ্গত উল্লেখ্য যে ওয়াকফ সংশোধনী বিল সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় পেশ করা হলে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রায় বারো ঘন্টা ধরে আলোচনা চলে ।এরপর বিল নিয়ে ভোটাভুটি হয় ।এতে বিলের পক্ষে ভোট পরে ১২৮ টি। অপরদিকে বিলের বিপক্ষে ভোট পরে ৯৫ টি ।ফলে ৩৩ ভোটের ব্যবধানে বিলটি রাজ্য সভায় পাস হয়।