উপস্থিত থাকতে হবেই সংসদে, দলীয় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি কংগ্রেসের


newsagartala24.com Images

Agartala, Feb 10, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস দল সংসদে তাদের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করেছে। শনিবার কংগ্রেসের পক্ষ থেকে এই হুইপ জারি করা হয়েছে। শনিবার সংসদে বাজেট অধিবেশনের শেষদিন। এদিনই লোকসভায় অযোধ্যার রাম মন্দির নির্মাণ নিয়ে আলোচনা হবে। শনিবার সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স(আইএনডিআই)-এর সদস্যরা বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের কার্যালয়ে মিলিত হয়। তাদের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একটি বৈঠক সম্পন্ন হয়। কংগ্রেস লোকসভায় তিন লাইনের হুইপ জারি করেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল ৩১ জানুয়ারি এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি।