উমাকান্ত মাঠে আজ সন্তোষ ট্রফি ফুটবলে সিকিম-মনিপুর, মিজোরাম-ত্রিপুরা
আগরতলা, Nov 14, 2024, ওয়েব ডেস্ক থেকে 24
প্রস্তুতি চূড়ান্ত। শেষ তুলির টানও দেওয়া হয়ে গেছে। আগামীকাল (শুক্রবার) সকাল থেকেই রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক ঐতিহাসিক বিষয়ের সূচনা ঘটতে চলেছে। জাতীয় পর্যায়ের সিনিয়র ফুটবল তথা ৭৮ তম সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ লীগের খেলা। চারদলীয় ডি গ্রুপের ছটি ম্যাচের আসর। সকাল নয়টায় সিকিম খেলবে মনিপুরের বিরুদ্ধে। বেলা ৪টায় ফ্লাড লাইটে মিজোরাম ও স্বাগতিক ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হবে। বুধবার বিকেলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সচিব প্রমূখ উপস্থিত থেকে বিস্তারিত জানান এবং চূড়ান্ত প্রস্তুতির কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সিনিয়র পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। আগামীকাল থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের ডি-গ্রুপ লীগের লড়াই। তাতে অংশ গ্রহণকারী স্বাগতিক ত্রিপুরা, সিকিম, মিজোরাম ও মনিপুরের খেলোয়াররা আজ উমাকান্ত মাঠেই নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলায় প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা ১৭ নভেম্বর সকাল ৯টার খেলায় মনিপুর ও মিজোরাম পরস্পরের মুখোমুখি হবে। বেলা ৪:০০ টায় ত্রিপুরা খেলবে সিকিমের বিরুদ্ধে। তৃতীয় তথা শেষ রাউন্ডের খেলায় ১৯ শে নভেম্বর সকাল নয়টায় সিকিম মিজোরামের ম্যাচ। বেলা ৪টায় ত্রিপুরা ও মনিপুর পরস্পরের মুখোমুখি হবে। আগামীকাল প্রথম ম্যাচের শুরুতে তেমন কোন আরম্ভর পূর্ণ অনুষ্ঠান থাকবে না। তবে টিএফএ-র সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন। দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের খেলার সূচনা হবে। ম্যাচ রেফারি, ম্যাচ এসেসর, এবং আটজন জাতীয় ও আন্তর্জাতিক মানের রেফারি সকলেই শনিবার উমাকান্ত মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। স্বাভাবিক কারণে বিকালের তিনটি ম্যাচ ফ্লাড লাইটে হচ্ছে।