একাঙ্ক নাটকে তৃতীয় স্থানাধিকারী স্কুলকে সংবর্ধিত ক্রীড়া দপ্তরের পক্ষে


newsagartala24.com Images

আগরতলা, Mar 23, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


সদ্য সমাপ্ত ৮ম পূর্বোত্তর যুব উৎসবে একাঙ্ক নাটকে ৩য় স্থান অধিকার করেছিলো কৈলাশহরের শিশু নিকেতন হাই স্কুলের নাট্য শিল্পীরা। ১৭-২০ মার্চ সিকিমের রাজধানী গ্যাংটকে অনুষ্ঠিত হয়েছিলো যুব উৎসব। পূর্বাঞ্চলের ৮ রাজ্যের মধ্যে ৩য় স্থান অধিকারী ঊনকোটি জেলা কৈলাশহরের শিশু নিকেতন হাই স্কুলের অধ্যক্ষের হাতে মানপত্র, স্মারক ও অর্থরাশি কুড়ি হাজার টাকা তুলে দিলেন রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়।

এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের হয়ে যুব উৎসবে অংশ নেয়া প্রতিনিধিদের নোডল অফিসার রমেন্দ্র রিয়াং সাথে সহযোগী প্রনব অখণ্ড। রবিবার উমাকান্ত স্কুলের মুক্ত মঞ্চে বিজয়ীদের  সংবর্ধিত করা হয় ক্রীড়া দপ্তরের তরফ থেকে। উপহার গ্রহণ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কান্তি দাস ও 'আর্থ ফার্ষ্ট অলওয়েজ' নাটকের লেখক তথা ডাইরেক্টর অমরজিৎ সরকার। সংবর্ধিত হয়ে উৎফুল্ল ওই স্কুলের প্রধানশিক্ষক সহ অংশগ্রহন করা সকল নাট্য শিল্পীরা সহ সমগ্র ঊনকোটিবাসী। আগামীতে আরো সময়োপযোগী এবং বাস্তবমুখী নাটক উপহার দেয়ার প্রয়াস চালিয়ে যাবে নাট্য সংস্থার কর্মকর্তারা।