এমবিবি স্টেডিয়ামে ভিজ্জি ট্রফির ফাইনালে আজ ওয়েস্ট - সাউথ জোন।


newsagartala24.com Images

আগরতলা, Mar 15, 2025, ওয়েব ডেস্ক থেকে


 ভিজ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে। খেলা রাজধানীর এমবিবি স্টেডিয়ামে। শুরু হবে সকাল সাড়ে আটটায়। ৫০ ওভারের এক দিবসীয় ম্যাচ। খেলা হবে ওয়েস্ট জোন বনাম দক্ষিণ জোন বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমের মধ্যে। এবারই প্রথম ত্রিপুরায় এই বিশ্ববিদ্যালয় স্তরীয় আন্তঃ জোন ক্রিকেট টুর্নামেন্ট ত্রিপুরায় তথা আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, ১০ মার্চ থেকে চারটি জোনের মধ্যে সিঙ্গেল লীগ প্রথায় ছয়টি ম্যাচের শেষে লীগ তালিকায় সেরা দুটি দল আগামীকাল ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে। ১০ মার্চ পশ্চিম জোন সাত উইকেট এর ব্যবধানে দক্ষিণ জোনকে পরাজিত করে। বারো মার্চ পশ্চিম জোন ২৩২ রানের বিশাল ব্যবধানে উত্তর জোনকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নেয়। ১৪ জোন তৃতীয় ম্যাচে ইস্ট জোনকে ৭৬ রানে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে নিজেদের খেতাবের দাবিদার করে তুলে। এদিকে দক্ষিণ জোন ১০ মার্চ প্রথম ম্যাচে পরাজিত হলেও ১২ মার্চ দ্বিতীয় খেলায় ইস্ট জোন কে ৪ উইকেটে এবং ১৪ মার্চ তৃতীয় ম্যাচে নর্থ জোনকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। লীগ ম্যাচের প্রথম দিনে পিটিএজি গ্রাউন্ডে পশ্চিম জোন ৭ উইকেটে সাউথ জোনকে পরাজিত করলেও খেতাবি লড়াইয়ে সাউথ জোন মোক্ষম জবাব দিয়ে চ্যাম্পিয়ন হতে চাইছে। ওই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সাউথ জোন ৪৬.২ ওভার খেলে ২০২ রানে ইনিংস শেষ করলে জবাবে ওয়েস্ট জোন ৩৫ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এখন দেখার বিষয়, আগামীকাল (রবিবার) ফাইনাল ম্যাচে কোন্ দল চ্যাম্পিয়ন ট্রফি জয় করতে পারে। বলা বাহুল্য, আগামীকাল খেলা শেষে এমবিবি স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সম্পাদক সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী সহ সকলেই উপস্থিত থাকবেন।