কথা রাখলেন টি এফ এর সভাপতি, ফুটবল মাঠে কোন গন্ডগোল বরদাস্ত করা যাবে না


newsagartala24.com Images

আগরতলা, Sep 30, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


কথা রাখলেন টি এফ এর সভাপতি, ফুটবল মাঠে কোন গন্ডগোল বরদাস্ত করা যাবে না।।।।।।।

 কথা রাখলেন টি এফ এর সভাপতি। কয়েকদিন পূর্বে তিনি টি এফ এ অফিসে সাংবাদিক বৈঠকে বলেছিলেন মাঠে কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। স্পস্ট ভাষায় তিনি বলেছিলেন এনাফ ইস এনাফ। আর নয়। এবার মাঠে অপ্রীতিকর ঘটনার সঙ্গে যে ই বা যারাই জড়িত থাকুন না কেন,তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে টি এফ এ। বাস্তবে এটা করে দেখালেন টি এফ এর সভাপতি প্রণব সরকার। তিনি আবার লালবাহাদুর ক্লাবের সভাপতি ও বটে। গতকাল রামকৃষ্ণ ক্লাব বনাম লালবাহাদুর ক্লাবের ম্যাচ শেষে মাঠের পরিবেশ বিষাক্ত করে তোলে লালবাহাদুর ক্লাবের এক সদস্য,যার ডাক নাম নাকি কুটু। সে টি এফ এর প্রতিনিধিদের সঙ্গে অযথাই বাজে আচরণ করে। টি এফ এর এক যুগ্ম সচিবকে চোর বলে ও আখ্যা দেয়। বিষয়টাকে একদমই হালকা ভাবে নেননি সভাপতি সাহেব। সোমবার লালবাহাদুর ক্লাবে বৈঠক করে ক্লাবের সদস্য কুটুকে বহিষ্কার করে দিলেন তিনি। সভাপতির এই সিধান্ত ক্লাবের প্যাডে করে টি এফ এ অফিসে পাঠিয়ে দিলেন ক্লাব সচিব অমল দেববর্মা। এতে করে টি এফ এর সভাপতি বাকিদের স্পস্ট ভাবে আবার ও বার্তা দিয়ে দিলেন, অনেক হয়েছে বিগত দিনে মাঠে গন্ডগোল।এখন আর কিন্তু এগুলো বরদাস্ত করবে না টি এফ এ। যার উদাহরণ নিজের ক্লাবের সদস্যকেই বহিস্কার করে বুঝিয়ে দিলেন লালবাহাদুর ক্লাবের সভাপতি।