কোচ সমীর দেবের স্বপ্ন পূরণ করলেন ছাত্র স্বার্থক।

আগরতলা, Feb 08, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
ভারতীয় জিমন্যাস্টিকসে অন্যতম একটি নাম সমীর দেব।ত্রিপুরা রাজ্যের বাসিন্দা তিনি।বর্তমানে চন্ডীগড়ে রয়েছেন সমীর দেব। ইন্ডো তিব্বত বর্ডার পুলিশে জিমন্যাস্ট হিসেবে যোগ দিয়েছিলেন সমীর বাবু। আই টি বিপির হয়ে স্বর্ণ সহ বহু রৌপ্য ,ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি।অবসর হবার পর সমীর দেব পি আই এস মোহালি একাডেমিতে শুরু করলেন জিমন্যাস্ট তৈরির কাজ।
বহু জিমন্যাস্ট তৈরি ও করেছেন তিনি। দীর্ঘ বহু বছর পি আই এস মোহালিতে কাজ করার পর অবশেষে অবসর নিলেন। তবে সেই একাডেমিতে সমীর দেবের হাতে গড়ে উঠা জিমন্যাস্ট স্বার্থক ওয়ালিয়া কলকাতায় অনুষ্ঠিত ৬৮ তম স্কুল গেমসে অর্জন করলো স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অনুর্ধ ১৯ বছর বিভাগে। ছাত্রের এই সফলতায় খুবই খুশি কোচ সমীর দেব। বিষয়টা রাজ্যবাসীর জন্য ও গর্বের। গত নয় বছর ধরে স্বার্থককে ট্রেনিং করিয়েছেন সমীর দেব।এই স্কুল গেমসে সমীর দেব খোদ ছাত্রের পাশে ছিলেন। প্রতিযোগিতায় নামার পূর্বে স্বার্থককে ট্রেনিং ও করান তিনি। সমীর দেবের স্বপ্ন পূরণ করলো তার ছাত্র স্বার্থক।