কোন ধরনের পেশী শক্তির আস্ফালন মেনে নেবে না সরকার ঃ মুখ্যমন্ত্রী
Agartala, Apr 13, 2023, ওয়েব ডেস্ক থেকে
কোন ধরনের পেশী শক্তির আস্ফালন মেনে নেবে না সরকার৷ বৃহস্পতিবার টিএমসি হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে বলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ কোন ধরনের পেশী শক্তির আস্ফালন মেনে নেবেনা সরকার৷ সময়ের সাথে সাথে ব্যক্তি ও ক্ষমতার পরিবর্তন ঘটেছে৷ যাদের সামনে আগে যেতে হত, তারাই এখন চেয়ারের সামনে এসে দাঁড়ায়৷ সৌজন্যত্য, কৃষ্টি , সংসৃকতি এক্ষেত্রে বজায় রাখা হয়৷ কিন্তু আগে এটা হত না৷ তুচ্ছ তাচ্ছিল্য করা হত৷ বৃহস্পতিবার সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড আম্বেদকর টিচিং হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের যৌথ উদ্যোগে টি এম সি হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে বলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এদিন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ মুখ্যমন্ত্রী আরো বলেন সমস্যা আছে৷ কিন্তু সমস্যা গুলি নিরসনের জন্য চেষ্টা করতে হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ প্রমোতেশ রায়, আম্বেদকর মেডিকেল কলেজের সুপার জয়ন্ত পোদ্দার সহ অন্যান্যরা৷