ক্রিকেট দলে তৃতীয় পেশাদার হিসেবে নিযুক্তি গণেশ সতীশ


newsagartala24.com Images

আগরতলা, Sep 25, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


অনলাইনে আবেদন, ফোনে ইন্টারভিউ ,তৃতীয় পেশাদার গণেশের নিযুক্তি । ত্রিপুরা সিনিয়র ক্রিকেট দলে তৃতীয় পেশাদার হিসেবে নিযুক্তি পেয়েছেন গণেশ সতীশ। প্রকারান্তরে দীপক ক্ষৈত্রীর স্থলে তাকে বাছাই করা হয়েছে বলে খবর। দীপকের পারফরম্যান্স ভালো থাকলেও ক্রিকেট বলের রঙ সংক্রান্ত কিছু একটা নাকি খামতি রয়েছে তার মধ্যে, সংবাদ সূত্রে অনেকটা এমনই খবর রয়েছে।

বিষয়টির সত্য মিথ্যা আমরা যাচাই করিনি, তবে ক্রিকেট মহল তাকিয়ে রয়েছে সময়ের অপেক্ষায়। পেশাদার ক্রিকেটার চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ওয়েবসাইটে। সেটা ২রা সেপ্টেম্বরের ঘটনা। শেষ তারিখ দেওয়া হয়েছিল ১৫ সেপ্টেম্বর। বেশ কিছু যোগ্যতাও চাওয়া হয়েছিল। বিশেষ করে অন্ততপক্ষে ৩০ টি প্রথম সারির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। মিডল অর্ডার ব্যাটসম্যানের অভিজ্ঞতাও থাকা চাই।

বেশ কজন ক্রিকেটারই আবেদন করেছেন। তাদের মধ্যে থেকে বাছাইকৃত হয়েছেন গণেশ সতীশ। কর্নাটকের হয়ে খেলা শুরু। ২০২১-এ খেলেছিলেন বিধর্ভের হয়ে। ২০১৮ তে দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু টিমের স্কোয়াডে ছিলেন। ইরানি কাপ খেলেছেন তিনবার।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচের সংখ্যা ৯৮ টি। সামগ্রিক বিচার বিবেচনায় ৩৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক গণেশ সতীশ টিসিএ-র পছন্দ হয়েছে। ইতোমধ্যে জয়পুরে প্রশিক্ষণরত রাজ্য সিনিয়র দলে তৃতীয় পেশাদার হিসেবে গণেশ সতীশকে প্রথম একাদশেও খেলানো হয়েছে। মূল মাইনে কত পাবেন, সেটা গৌণ ব্যাপার। তবে পারফরম্যান্স কতটুকু পাওয়া যাবে এবং রাজ্য ক্রিকেটের কতটুকু উন্নতি ঘটবে সেটা সময়েই দেখা যাবে।