খ্যমন্ত্রী তিনি সঠিকভাবে তা পালন করতে পারছেন না জিতেন্দ্র চৌধুরী


newsagartala24.com Images

আগরতলা, Oct 17, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রাজ্যের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আবারো সরব সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যথেষ্ট উদ্যোগ জনক।

একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে রাজধানী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তগুলোতে। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি যার নিয়ন্ত্রণ করার দায়িত্ব অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি সঠিকভাবে তা পালন করতে পারছেন না। আর একের পর এক ঘটনা তারই প্রমাণ দিচ্ছে।পাশাপাশি তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহাকে তারা পদত্যাগ করতে বলছেন না। তারা চায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা যেন সম্পুর্ণ মেয়াদে কাজ করে যান। কিন্তু দেখা যাচ্ছে উনাকে উনার আসন থেকে নামানোর জন্য উনার দলের লোকরাই সচেষ্ট ভূমিকা পালন করে চলছেন।অপরদিকে তিনি ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে অনুরোধ করেন রাজ্যের পুলিশ প্রশাসনকে যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। কারণ শাসক দলের নির্দেশে আজ পুলিশের এই দুর্দশা।