সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এসএফআই রাজ্য কমিটি।


newsagartala24.com Images

আগরতলা, Oct 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এসএফআই রাজ্য কমিটি। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বি এড এবং ডিএল এড ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য পূর্বে ৯০ হাজার টাকা করে প্রদান করা হতো কিন্তু অজ্ঞাত কারণে সেই পরিমাণ প্রদান করা হচ্ছে না ছাত্র-ছাত্রীদের। এই বিষয়ে দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা সরকার থেকে সেই নির্দিষ্ট অ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এসএফআই রাজ্য কমিটি। জানান। কিন্তু ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের স্বার্থে সরকার যে ভূমিকা গ্রহণ করেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এর পাশাপাশি দাবি রাখা হয়েছে অবিলম্বে যেন পূর্বে যে পরিমাণে স্টাইপেন প্রদান করা হতো তা যেন বহাল রাখা হয়।