মহানায়ক জে.ভি স্ট্যালিন এর স্মরণসভা শনিবার পালন করা হয় আগরতলার সিপিএম রাজ্য কার্যালয়ে
আগরতলা, Dec 21, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে.ভি স্ট্যালিন এর স্মরণসভা শনিবার পালন করা হয় আগরতলার সিপিএম রাজ্য কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।
জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, স্ট্যালিন ছিলেন মহাযুদ্ধের মহানায়ক। তিনি হিটলারকে পরাজিত করে মানবজাতিকে বাঁচিয়েছেন। ১৯২৪ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত রাশিয়াকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির অর্থনীতি সমস্ত দিক থেকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তাছাড়া বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন উনার নেতৃত্ব না থাকলে বর্তমানে পৃথিবীর মানচিত্র অন্যরকম হতে পারতো। একই সাথে তিনি বলেন স্ট্যালিন সমাজবাদের চিন্তাধারাকে এক নতুন দিক প্রদর্শন করে গেছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে উনার দেখানো পথ অনুসরণ করা অত্যন্ত প্রাসঙ্গিক।