৭ দিন ব্যাপী আয়োজিত এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, Dec 21, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
মহারাজা বীর বিক্রম কলেজের এন.এস.এস ইউনিটের উদ্যোগে ২১ ডিসেম্বর থেকে শুরু হলো ৭ দিন ব্যাপী এন.এস.এস এর বিশেষ শিবির। ৭ দিন ব্যাপী আয়োজিত এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র দীপক মজুমদার।চলতি বছর আগষ্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতি তে এম.বি.বি কলেজের এন.এস.এস স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়,এরকম ৬ জন স্বেচ্ছাসেবককে এদিন মেয়র দীপক মজুমদারের হাত ধরে সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, মাত্র ৬০০ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই রাজ্যে এন এস এস এর পথচলা শুরু হয় আর বর্তমানে সেই সদস্য সংখ্যা হয়েছে ৩৪ হাজার এর অধিক। তাছাড়া ৪০২ টি ইউনিট বিভিন্নভাবে কাজ করে চলছে গোটা রাজ্যজুড়ে। পাশাপাশি রক্তদানের কথা বলতে গিয়ে তিনি বলেন এখনো পর্যন্ত রক্তের কোনো বিকল্প পথ তৈরি করা যায়নি। কেবলমাত্র দানের মাধ্যমে রক্ত সংগ্রহ সম্ভব তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্যে রক্তদান কর্মসূচি তে অংশগ্রহণের মধ্য দিয়ে। তাছাড়া তিনি আরো বলেন এনএসএস শিবির এর কার্যক্রম ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ ধরনের শিবির গুলোর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিয়মানুবর্তিতা সমাজের প্রতি দায়বদ্ধতার সম্পর্কে অবহিত হয় এবং ভবিষ্যৎ এর জন্য সমাজ সেবার লক্ষ্যে প্রস্তুত হয়।