যোগচর্চায় বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ আগরতলা পৌর নিগমের ১৮ নং ওয়ার্ডে উপস্থিত কর্পুরেটর অভিষেক দত্ত


newsagartala24.com Images

Agartala, Dec 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সুস্থ স্বাভাবিক শরীরের জন্য যোগার বিকল্প কিছুই হতে পারে না। নিয়মিত যোগ চর্চা বিভিন্ন রোগ থেকে মুক্তির পথ প্রশস্ত করে। আর তা শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বে আজ প্রশংসিত। এই যোগচর্চায় উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগরতলা পৌর নিগমের ১৮ নং ওয়ার্ডে। আরবান আয়ুষ আরোগ্য মন্দির এবং প্রগতি লাফিং সেন্টার এর যৌথ উদ্যোগে শুক্রবার এক যোগ চর্চা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পুরেটর অভিষেক দত্ত সহ স্থানীয় জনসাধারণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দত্ত বলেন যোগচর্চা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়টি অনুধাবন করে সকলের মধ্যে যোগ চর্চা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনের জনগণ আরো বেশি এই ধরনের যোগচর্চায় নিজেদের যুক্ত করবেন এবং এই ধরনের কর্মসূচি আগামী দিনে আরো বেশি পরিমাণে যেন অনুষ্ঠিত হয় সেই প্রচেষ্টা জারি থাকবে