বিশ্বের কোন রাষ্ট্রেই এনসিসির মতো সংগঠন নেই- ডিজি আসাম রাইফেল
Agartala, Dec 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
সারা বিশ্বেই এনসিসির মতো সংগঠন আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না ।শুক্রবার ভগৎ সিং যুব আবাসে এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন আসাম রাইফেলসের ত্রিপুরা সেক্টরের ডিজি বিকাশ লাখেরা।
গত সোমবার থেকে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এনসিসি-র নর্থইস্ট রিজিয়নের উদ্যোগে এক জাতীয় স্তরের শিবির শুরু হয়েছে ।এই শিবির বা ক্যাম্পের নামকরণ করা হয়েছে? এক ভারত শ্রেষ্ঠ ভারত বা ইবিএসবি ক্যাম্প। এই ক্যাম্পে শুক্রবার ক্যাডেটদের সামনে বক্তব্য রাখেন আসাম রাইফেলসের ত্রিপুরা সেক্টরের ডিজি বিকাশ লাখেরা ।এদিন তিনি ক্যাম্পে আগত বিভিন্ন রাজ্যের এনসিসি ক্যাডেটদের সাথে পরিচিত হন ।এনসিসি নিয়ে ক্যাডেটদের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন তিনি।
পরে বক্তব্য রাখতে গিয়ে আসাম রাইফেলসের ত্রিপুরা সেক্টরের ডিজি বিকাশ লাখেরা বলেন ,এনসিসি ক্যাডেটদের সকলের চেয়ে কিছুটা পৃথক হতে হবে। ব্যবহারে পরিবর্তন আনতে হবে ।তাকে অবশ্যই শৃঙ্খলা পরায়ন হতে হবে ।আর এই দিকগুলোই সাফল্যের শুরুবাদ বলে জানান তিনি। তিনি আরো বলেন, সার্বিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর নামই এনসিসি। এনসিসির মতো সংগঠন বিশ্বের অন্য কোন দেশেই খুঁজে পাওয়া যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনসিসি ক্যাডেটদের মধ্যে এই এক ভারত শ্রেষ্ঠ ভারত বা ইবিএসবি শিবির করার পরিকল্পনা গ্রহন করেন।ত্রিপুরাতে এই প্রথম এই ধরনের জাতীয় স্তরের এনসিসি শিবির অনুষ্ঠিত হচ্ছে ।আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এনসিসির এই এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবির চলবে ।এই ক্যাম্পে দিল্লি, পশ্চিমবাংলা ,সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বাছাই করা ৫০০ জন এনসিসি ক্যাডেট যোগদান করেন।