গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছে ৯১ জন ইজরায়েলি সেনার


newsagartala24.com Images

Agartala, Dec 09, 2023, ওয়েব ডেস্ক থেকে


তেল আভিভ, ৯ ডিসেম্বর  : হামাস বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাতে ইজরায়েলি ফৌজের আক্রমণে নিকেশ হয়েছে একের পর এক হামাস নেতা। প্রাণ হারিয়েছেন ইজরায়েলি সেনাও। এখনও পর্যন্ত গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছে ৯১ জন ইজরায়েলি সৈনিকের। শুক্রবার এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

উত্তর গাজা গুঁড়িয়ে দেওয়ার পর এবার দক্ষিণ গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েল। সেখানে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের নিধনে লড়াই চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস। আক্রমণ শানানো হয়েছে দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে। সেখানে ইজরায়েলের বোমাবর্ষণে মৃত্যু হয়েছে ১০ জনের। আইডিএফ জানিয়েছে, শুক্রবার সকালে গাজায় পণবন্দিদের উদ্ধারের চেষ্টা করা হয়। তীব্র সংঘর্ষ হয় জঙ্গিদের সঙ্গে। যেখানে আরও দুই ইজরায়েলি জওয়ান আহত হন। কিন্তু মুক্ত করা যায়নি কোনও বন্দিকে। এছাড়াও ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে এক সিরিয়ান ও হেজবোল্লা যোদ্ধার।

বলে রাখা ভালো, গাজার পাশাপাশি একাধিক ফ্রন্টে লড়াই করছে ইজরায়েল। একদিকে লড়াই করে যাচ্ছে হামাস । অন্যদিকে, লেবাননের হেজবোল্লাও আক্রমণাত্মক। হুঙ্কার দিচ্ছে ইরানও। এর মাঝেই ইজরায়েলি ভূখণ্ডকে নিশানা করে মিসাইল ছুঁড়ছে ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। তবে আক্রমণ যেদিক থেকেই আসুক না কেন কড়া জবাব দিচ্ছে ইজরায়েলের সেনা। এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের মন্ত্রী গাদি ইসেনকোতের ছেলে ২৫ বছরের গাল ইসেনকোত। তিনি একজন কমান্ডো ছিলেন। অংশ নিয়েছিলেন গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে লড়াইয়ে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয় বোমার আঘাতে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিতে হামাসকে চিরতরে মুছে ফেলার পণ করেছে ইজরায়েল। জঙ্গিদের নিকেশ করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গিদের একের পর এক ডেরা। উত্তর গাজার পর হামলা চলেছে দক্ষিণ গাজারও শরণার্থী শিবিরে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৭ হাজার পেরিয়ে গিয়েছে।