জমি কেলেঙ্কারির ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানালো প্রদেশ কংগ্রেস


newsagartala24.com Images

আগরতলা, Apr 04, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


সিপাহী জলা জেলায় বড় মাপের জমি কেলেঙ্কারি হয়েছে ।বিষয়টি জেলার তৎকালীন জেলাশাসক রাজস্ব দপ্তর কে অবগত করেন। রাজস্ব দপ্তরটি মুখ্যমন্ত্রীর পরিচালনাধীন। কিন্তু এখন পর্যন্ত এই দপ্তর সংশ্লিষ্ট বিষয়ে কোন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি ।গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে ।শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ।সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি জানান ,শুধু সিপাহী জলা জেলাতেই নয় ,সদর জেলা এবং সাবরুম সহ সবকটি জেলায় এই জমি নিয়ে বড়সড় কেলেঙ্কারি হয়েছে। তিনি আরো জানান ,রাজ্যে একের পর এক দুর্নীতি চলছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি সংক্রান্ত দুর্নীতি ,ত্রিপুরা মেডিকেল কলেজে টাকার মাধ্যমে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দুর্নীতি ,পূর্ত দপ্তরের জলজীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতি ।তিনি বলেন ,বর্তমান রাজ্য সরকার দুর্নীতির সাগরে ভাসছে। অথচ মুখ্যমন্ত্রী কথায় কথায় স্বচ্ছতার কথা বলছেন ।এই অবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে জমি কেলেঙ্কারির বিষয়টি তদন্তের জন্য সিবিআই এর উপর দায়িত্বভার অর্পণ করার জন্য দাবি জানান তিনি ।প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী যদি এই ঘটনার তদন্তভার সিবিআই এর উপর ন্যস্ত না করেন তবে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী বৃহত্তর গণা আন্দোলন সংঘটিত করে তুলবে।

বাইট=55 থেকে সবটা

সাংবাদিক সম্মেলনের প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান ,বিষয়টি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় উত্থাপন করেন। কিন্তু বিধায়ককে সংশ্লিষ্ট বিষয়ে বলতে দেওয়া হয়নি।