জাতীয় ফুটবলে নিয়ম রক্ষার ম্যাচে ত্রিপুরা আজ জম্মু-কাশ্মীরের মুখোমুখি।।।


newsagartala24.com Images

আগরতলা, Aug 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


জাতীয় ফুটবলে নিয়ম রক্ষার ম্যাচে
ত্রিপুরা আজ জম্মু-কাশ্মীরের মুখোমুখি।।।
 ত্রিপুরার ছেলেরা আগামীকাল খেলতে নামছে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। গ্রুপে আপাতত সেরা দল জম্মু কাশ্মীর। এদিকে পয়েন্ট তালিকায় ত্রিপুরা রয়েছে পঞ্চম তথা অন্তিম স্থানে। ত্রিপুরার পক্ষে মূলতঃ এটি নিয়ম রক্ষার ম্যাচ। পক্ষান্তরে জম্মু-কাশ্মীরের লক্ষ্য রয়েছে অপরাজেয়র ধারা অটুট রেখে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে মূলপর্বে খেলা।

 

এদিকে, ত্রিপুরা দল চাইছে শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ঘরে ফিরতে। ‌ যদি এটা সম্ভব হয় তবে ত্রিপুরার পক্ষে হবে এটি একমাত্র জয়। কেননা প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের সঙ্গে দুই দুই গোলে ম্যাচ ড্র রেখে একমাত্র পয়েন্ট পেয়েছিল। অতঃপর ক্রমান্বয়ে দুটো ম্যাচে যথাক্রমে গুজরাটের কাছে তিন-পাঁচ গোলে এবং উত্তরাখণ্ডের কাছে ন্যূনতম গোলে হেরে রাজ্য দল তলানিতে দাঁড়িয়ে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত জুনিয়র বালকদের জাতীয় ফুটবল আসর তথা ডঃ বি সি রায় ট্রফি টুর্নামেন্টে আগামীকাল বি গ্রুপের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জম্মু-কাশ্মীর ত্রিপুরা ম্যাচের পাশাপাশি উত্তরাখন্ড খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ‌ উত্তরাখণ্ড রয়েছে দ্বিতীয় শীর্ষে, তিন ম্যাচ থেকে দুটি জয়ের সুবাদে ৬  পয়েন্ট নিয়ে। উদ্দেশ্য রয়েছে আগামীকালের ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিকের সুবাদে নিজেদের মূলতঃ মূল পর্বের লক্ষ্যে দাবিদার করে তোলা। উল্লেখ্য, জম্মু-কাশ্মীর এ পর্যন্ত তিন ম্যাচের মধ্যে দুটোতে জয় এবং একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মধ্যপ্রদেশ তিন ম্যাচের মধ্যে দু-টিতে ড্র করার সুবাদে দুই পয়েন্ট নিয়ে ত্রিপুরা থেকে এক ধাপ উঁচুতে রয়েছে। গুজরাট গ্রুপ লীগের খেলা শেষ করেছে চার ম্যাচ থেকে দুটোতে জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে।