দিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদী


newsagartala24.com Images

Agartala, Aug 26, 2023, ওয়েব ডেস্ক থেকে


দক্ষিণ আফ্রিকা ও গ্রীস সফর শেষে দিল্লির পরিবর্তে বেঙ্গালুরুতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩ মিশনের সফলতায় ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। বেঙ্গালুরু থেকে শনিবার দুপুরেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানায় বিজেপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর-সহ বিজেপি নেতৃবৃন্দ।

বিমানবন্দরের কাছেই এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যে স্থানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে, সেই বিন্দুর নাম দেওয়া হয়েছে ‘শিবশক্তি’। চন্দ্রযান-৩ পয়েন্টের নামকরণ করা হয়েছে ‘তিরাঙ্গা’।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম, ব্রিকস-এর সময় চন্দ্রযান-৩-এর জন্য অনেক অভিনন্দন বার্তা পেয়েছি। গোটা বিশ্ব অভিনন্দন বার্তা পাঠিয়েছে।”