নাইডু : হিসেব কষে খেলছে কেরালা ব্যাকফুটে থেকে লড়ছে ত্রিপুরা।।

আগরতলা, Jan 25, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
প্রথম দিনে ১২ উইকেটের পতন। সফরকারী কেরালা দিনের খেলা শেষে ১৪৭ রানে পিছিয়ে রয়েছে। তবে তাঁদের হাতে এখনও ৮ উইকেট বিদ্যমান। তবে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ত্রিপুরা দলের ব্যাটার্সরা ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হবে না, সেটা কিন্তু অনেকেই ভাবেননি। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে কেরালার অধিনায়ক প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে ত্রিপুরা দল ৫৩.৩ ওভার খেলে ১৯৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ এর ৬৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ইন্দ্রজিৎ ৮৬ বল খেলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৪ রান পায়। এছাড়া ঋতুরাজ ঘোস রায়-এর ২৯ রান এবং আনন্দ ভৌমিকের ২৫ রান ও সৌরভ করের অপরাজিত ২৩ রানও কিছুটা উল্লেখ করার মতো। কেরালার ইভেন আপেল টম ৪৩ রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, আখিম ৫১ রানে তিনটি ও আহমেদ ইমরান একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কেরালা দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৫ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে। শূন্য রানে প্রথম উইকেট এবং পাঁচ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটলেও তৃতীয় উইকেটের জুটিতে বরুন নায়ানার ও আহমেদ ইমরান দুজনে ২৩ করে রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় উইকেটে অবস্থান করে দলের ভিত পাকা গড়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ত্রিপুরার সৌরভ কর ও দানবীর সিং দুজনে একটি করে উইকেট পেয়েছে।